বিশ্বের প্রায় প্রতিটি জনপদেই মানুষ বিভিন্ন সমস্যা বিশেষত: অর্থনৈতিক সমস্যার সম্মুখীন। এসব সমস্যা মোকাবেলায় ইসলাম কী ধরনের কল্যাণমুখী সমাধান দিতে পারে সে ব্যাপারে একটি স্বচ্ছ ও সমন্বিত কর্মসূচি অপরিহার্য।
সারা বিশ্বের অধিকাংশ দেশই সীমিত সামষ্টিক অর্থনীতি ও বহির্দেশীয় বৈষম্যের অভিজ্ঞতার মুখোমুখী। এটি হ্রাসে এমন একটি কৌশল উদ্ভাবন করতে হবে যাতে এসব দেশ পূর্ণ কর্মসংস্থান, দারিদ্রদ্র্য বিমোচন, চাহিদা পূরণ এবং সামঞ্জস্যপূর্ণ আয় ও সম্পদ হ্রাসে সফলতা লাভ করতে সক্ষম হয়।
পুঁজিবাদ, সমাজতন্ত্র এবং কল্যাণমূলক রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অবকাঠামোর মধ্যে মুসলিম দেশগুলো কি অনুরূপ কর্মকৌশল উদ্ভাবন করতে পারবে? তাদের লক্ষ্য সফল করতে ইসলাম কী সাহায্য করতে পারে? যদি পারে, তবে কী ধরনের পুনর্গঠন প্রয়োজন হবে? এসব প্রশ্ন ও এতদসংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে এই গ্রন্থে আলোচনা করেছেন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ড. এম. উমর চাপরা।