ড. মো. ফোরকান মিয়া ১৯৭৩ সালের ১৫ জুন বরগুনা জেলার অন্তর্গত বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বেতাগী উপজেলার চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি এবং ১৯৯১ সালে বেতাগী কলেজ থেকে এইচ এস সি পাস করেন। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে বিএ অনার্স ও ১৯৯৫ (অনুষ্ঠিত ১৯৯৮) সালে এমএ ডিগ্রি লাভ করেন।
তিনি ২০০১ সালে ২০তম বিসিএস-এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় ২০১৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ, বরিশালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।