কবির বিছানা থেকে টেবিল, পকেট থেকে মানিব্যাগ ছোট ছোট কাগজের টুকরো। কথা বলতে বলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। কাগজ কলম বের করে দু’লাইন লিখে ফেলেন আবদুল কাদের জিলানী। ছোটবেলায় হাঁটতে হাঁটতে কাগজের টুকরোর সাথে পায়ের ধাক্কা লেগেছিল, সেই অনুভূতি আজ তাকে বেপরোয়া করে তুলেছে।

২০১৪ একুশে বই মেলায় “গণ দাবি ফাসির কাষ্ঠে’ কাব্য গ্রন্থ দিয়ে পথচলা শুরু। তারপর “মোমের মূর্তি”, “শ্যামলিমার পায়ের আওয়াজ এবং “নীল ডায়েরির গল্প”। জন্ম ২৩ শে নভেম্বর। দীর্ঘ এক যুগ শাহবাগ পাবলিক লাইব্রেরিতে দেখেছি। ইতিহাস, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ও ধর্মতত্ত্বে তার প্রবল অনুরাগ। চিন্তা শক্তির ইবাদাত খানায় প্রত্যহ ধ্যানমগ্নরত। সৃষ্টিশীল মানুষের জীবন যেমন হয়, ধৈর্যের সাথে বেপরোয়া স্বভাব। শুধু সম্মুখে ছুটে চলা।