জেসমিন নাহার শিক্ষকতার মহান পেশায় ব্রত আছেন। শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান ও শিক্ষাক্ষেত্রে মানবসম্পদ তৈরিতে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি লেখালেখিতেও পারদর্শী। বিশেষ করে বিজ্ঞান ও শিশুতোষ লেখায় তার সুখ্যাতি আছে ।
তিনি ১৯৬৯ সালের ৪ ডিসেম্বর পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানাধীন সেহাংগল গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোঃ ইউসুফ আলী হাওলাদার সরকারি চাকুরীজীবি, মা মোসাম্মত দেলোয়ারা বেগম গৃহিনী ছিলেন। সাত ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ইডেন মহিলা কলেজ থেকে রসায়ন বিষয়ে অনার্স ও মাস্টার্স করেন। বিএড, এমএড করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে । বর্তমানে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা এর রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি কারিগরি শিক্ষা বোর্ড ও এনসিটিবি’র ৮টি সহ ১১টি বইয়ের লেখিকা।
এছাড়া অস্ট্রেলিয়ার বিজ্ঞান পত্রিকায় তার গবেষণা প্রকাশিত হয়েছে। তার মোট প্রকাশনার সংখ্যা ২৩টি। তিনি নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, নেপাল ও ভারতসহ অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তান আকিব হাসান অমি ও সাকিব হাসান সামিন এর জননী। স্বামী খালিদ হাসান একজন বিশিষ্ট ব্যবসায়ি।