আমাদের পরিচিত বাংলা, ইংরেজি, আরবি ইত্যাদি ভাষায় ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব পরিভাষা দুটি সূক্ষ্মতর বিচারে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। শব্দ দুটি কখনো কখনো অবশ্য সমার্থক হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। প্রাচীন, মধ্য ও আধুনিক সব যুগেই ধ্বনিবিজ্ঞান ভাষাগবেষণার একটি অপরিহার্য বিষয় বলে বিবেচিত হয়ে এসেছে।
আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের বিশেষত বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাংলা, ইংরেজি ও আরবি বিভাগে সাধারণ ধ্বনিবিজ্ঞান ও সংশ্লিষ্ট ভাষার ধ্বনিতত্ত্ব পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। পাঠ্য হলেও এ তিনটির মধ্যে আরবি ধ্বনিতত্ত্ববিষয়ক কোনো গ্রন্থ এখনো পর্যন্ত বাংলা ভাষায় প্রকাশিত হয়নি; যদিও আরবি ভাষা ও সাহিত্য বিগত প্রায় আটশত বছর যাবৎ এদেশে পড়ানো হচ্ছে।
এ-কারণেই এ লেখক বিগত ১৯৯০ সালে ঢাকা বিশ^বিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবির প্রভাষক হিসেবে যোগদানের পর থেকেই আরবি ভাষাগবেষণা কর্মে নিয়োজিত হয়ে এ অভাবটি পূরণের চেষ্টায় আত্মনিয়োগ করেন। এ গ্রন্থটি সে নিরবচ্ছিন্ন প্রচেষ্টারই ফসল। গ্রন্থটি দ্বারা বাংলাভাষী ছাত্র-শিক্ষক ও আগ্রহী পাঠকরা উপকৃত হলে লেখকের শ্রম সার্থক হবে।