বিশিষ্ট ইতিহাসবিদ ও প্রাবন্ধিক প্রফেসর মো. মোসলেম উদ্দীন শিকদার বরিশাল বিভাগের চাখার উপশহরের উপকন্ঠে চাউলাকাঠি গ্রামে এক সম্ভ্রান্ত দীনি পরিবারে ১৯৪৭ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন।
চাখার কলেজকেন্দ্র থেকে ১৯৬২ সালে প্রবেশিকা ও ১৯৬৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি ও স্বর্ণপদকপ্রাপ্ত জনাব শিকদার ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে মেধা তালিকায় কৃতিত্বের সাথে এম এ পাশ করেন।
কর্মজীবনে ইতিহাসের অধ্যাপক হিসেবে ১৯৬৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত গৌরনদী সরকারি কলেজে, ১৯৯৫ থেকে ২০০১ পর্যন্ত চাখার ফজলুল হক কলেজে এবং ২০০৩ সালে চট্টগ্রাম কলেজে ইতিহাসে অধ্যাপনা করেন। তিনি ২০০৪-০৫ সালে গৌরনদী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন।
প্রফেসর শিকদার সংকলিত, সম্পাদিত ও অনূদিত প্রায় অর্ধ ডজন পুস্তক প্রকাশিত হয়েছে। তাঁর লেখা শের-ই-বাংলা: জীবন ও কর্ম পাঠকমহলে সমাদৃত হয়েছে।