‘আত্মসমর্পণের দ্বন্দ্ব’ গ্রন্থটি কানসাস স্টেট ইউনিভার্সিটির গণিতের অধ্যাপক প্রখ্যাত আমেরিকান নওমুসলিম প্রফেসর জেফার লাং এর ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী Struggling to Surrender শীর্ষক ইংরেজি গ্রন্থের বাংলা অনুবাদ।
পাশ্চাত্য মননে ইসলাম সম্পর্কে বদ্ধমূল বিভিন্ন নেতিবাচক ধারণা (একদিকে ধর্মহীন পুঁজিবাদী সভ্যতার জৌলুস, অন্যদিকে নওমুসলিম হলে গায়ে ‘সন্ত্রাসী’ তকমা) লেখককে ইসলাম থেকে এক সময় দূরে থাকতে প্ররোচিত করছিল বটে, তবে মনের এ দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের যুক্তিভিত্তিক মোকাবেলা করে তিনি ইসলামের অমিয় সুধা পান করেন।
একজন অমুসলিমের ইসলাম গ্রহণ এবং পরবর্তী সময়ে একজন ধর্ম প্রচারকের মহান দায়িত্ব পালনের নেপথ্য ঘটনাগুলো বাস্তব কাহিনীর চাইতেও যে কত রোমাঞ্চকর হতে পারে তা এ বই অধ্যয়নে সম্যক ধারণা পাওয়া যাবে।