ড. শারমিন ইসলাম মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি বিএ অনার্স পরীক্ষায়ও প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি বিশ্ববিদ্যালয় থেকে দুটো স্বর্ণপদক লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অব সাইন্স মালয়েশিয়া থেকে মেডিকেল এথিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ-এ সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষক ছিলেন। বর্তমানে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক ও সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব এর কোঅর্ডিনেটর। বাংলা ভাষায় ইসলাম প্রসঙ্গে তার অনুদিত চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক জার্নালে তাঁর বেশ কয়েকটি মৌলিক গবেষণামূলক প্রকাশনা আছে।