ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে উসূলুদ্দিন ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ বর্তমানে সহকারী অধ্যাপক (ইসলামি শিক্ষা) হিসেবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত আছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দা‘ওয়াহ এ- ইসলামিক স্টাডিজ বিভাগ হতে অনার্স এবং মাস্টার্স উভয় পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থানসহ অনার্স পরীক্ষায় ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ায় তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক দেয়া শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা “প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০০৬” অর্জন করেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত কামিল (ফিক্হ), কামিল (হাদিস) সহ অন্যান্য পরীক্ষাসমূহেও ১ম শ্রেণিসহ মেধাতালিকায় স্থান করে কৃতিত্বের সাথে উত্তির্ণ হন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং কনফারেন্সে ২৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি ইতিমধ্যে তুরস্ক, নাইজেরিয়া, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ইন্ডিয়া ভ্রমন করেছেন।
তাঁর লেখা প্রকাশিত গ্রন্থ “তারাবীহতে পঠিত ধারাবাহিকতায় আল-কুরআনের বক্তব্য” এবং একটি অনুবাদগ্রন্থ ইতিমধ্যেই পাঠক সমাজে সাড়া জাগিয়েছে। আরো বেশ কয়েকটি মৌলিকগ্রন্থ প্রকাশের অপেক্ষায়। তাঁর লেখা ২৩টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক রিসার্স জার্ণালে প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় বংলা এবং ইংরেজি দৈনিক পত্রিকাতেও নিয়মিত লেখালেখি করেন।
ড. ওবায়দুল্লাহ ২৫ ডিসেম্বর ১৯৮০ ইং সালে সাতক্ষীরা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা অধ্যক্ষ মাওলানা মোঃ আমিন উদ্দীন গাজী এবং মাতা মরহুমা সুফিয়া আমিন।